লিখছেন, সৌম্য মন্ডল, রাজনৈতিক কর্মী দেশ জুড়ে বাঙালি নির্যাতনের প্রেক্ষিতে দেখা গেল কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পুনরাবৃত্তি। বাংলার বাবু বিবি কলমবাজেরা মানতে নারাজ যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণটা আসলে বাঙালির উপর আক্রমণ! যেমন কলম্বাসের শ্রীচরণ আমেরিকার মাটি ছোঁয়ার বহু আগে সেখানে মানব সভ্যতা গড়ে উঠলেও কলম্বাসই প্রথম আমেরিকা আবিষ্কার করেছে মানতে হবে, কারণ ইউরোপীয় সাদা চামড়ার […]
