‘তৃতীয় রাইখ, উন্মাদ ক্যালিগুলা ও সমকালীন ফ্যাসিবাদ’

[‘প্রাচ্য’ নাট্যগোষ্ঠীর দুটি সাম্প্রতিক প্রযোজনা]  লিখছেন অত্রি ভট্টাচার্য ‘এ জগৎ মহা হত্যাশালা। জানো না কি প্রত্যেক পলকপাতে লক্ষকোটি প্রাণী চির আঁখি মুদিতেছে! সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরণীর ধূলি।’ – বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাবি ম্যান রচিত ‘জাজমেন্ট অফ ন্যুরেমবার্গের সুমন্ত্র চট্টোপাধ্যায়-কৃত অনুবাদটির মঞ্চায়ন যখন করছেন নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায়, তখন সারা দেশ জুড়ে ওয়াকফ আইনের … Continue reading ‘তৃতীয় রাইখ, উন্মাদ ক্যালিগুলা ও সমকালীন ফ্যাসিবাদ’